নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপির শীর্ষ মহল থেকে ইঙ্গিত দেওয়া হলেও, এ বিষয়ে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন—তার কোনো স্পষ্ট ধারণা নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এই প্রসঙ্গ উঠে এলে মান্না বলেন:“আমি যে সংকটের কথা বলেছি, তার সঙ্গে তারেক রহমানের আসা বা না আসার কোনো সম্পর্ক নেই। ধরুন, কবর থেকে লাশ তুলে যে উল্লাস কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বীভৎসতা—এসবের সঙ্গে ওনার আগমনকে জুড়ে দেখার সুযোগ নেই।” তিনি আরও বলেন,“বিএনপির শীর্ষ পর্যায়ের কেউ এখনো খোলাসাভাবে কিছু বলেননি। সিকিউরিটি ইস্যুকে কেন্দ্র করে যে তিনি ফিরছেন না, এমনটাও জোর দিয়ে বলা হয়নি। কিছু একটা আছে, যেটার জন্য উনি আসতে চাচ্ছেন না—এটাই আমার...