ফিফা উইন্ডোতে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকাল দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলন করার কথা ছিল বাংলাদেশের। তবে তা স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুশীলন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অনুশীলন বাতিলের নেপথ্যে নেপালে চলমান অস্থিরতা। নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। আজ (সোমবার) দুপুরের দিকে দেশটিতে সরকারের বিপক্ষে আন্দোলন শুরু হয়েছে। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের কারণে এমন উদ্ভুত পরিস্থিতির সূত্রপাত, যার ফলে কারফিউ জারি করে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচ নিয়েও শঙ্কা জেগেছে। বাফুফে আজকের অনুশীলন স্থগিতের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলেছে, 'নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে...