আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ক্রিস গেইল সম্প্রতি জানিয়েছেন, পাঞ্জাব কিংসের হয়ে খেলার সময় ক্যারিয়ারের শেষভাগে তিনি কঠিন সময় পার করেছিলেন। আইপিএলে বহু রেকর্ডের মালিক গেইল ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত সাফল্য পান।তবে ক্যারিয়ারের শেষভাগে তিনি পাঞ্জাব কিংসে যোগ দেন। ২০১৮ সালে ২ কোটি রুপিতে দলে ভেড়ানো গেইল সেখানে ৪১ ম্যাচ খেলে ১ হাজার ৩৩৯ রান করেন, গড় ছিল ৩৬ ও স্ট্রাইক রেট ১৪৩। ২০২১ সালে করোনা মহামারির সময় জৈব সুরক্ষা বলয়ের (বায়ো-বাবল) মধ্যে খেলতে গিয়ে মাঝপথেই গেইল দল ছাড়েন। সম্প্রতি এক পডকাস্টে ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ জানান, ফ্র্যাঞ্চাইজির আচরণে তিনি অসম্মানিত বোধ করেছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গেইল বলেন, ‘আমার আইপিএল...