কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও তার মাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনতে হবে। না হলে কুমিল্লা শহর অচল করে দেওয়া হবে। সোমবার দুপুর ১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে শিক্ষার্থীর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তাদের ‘বিচার, বিচার, বিচার চাই- প্রশাসন বিচার চাই' ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরে’, ‘সুমাইয়ার রক্ত, বৃথা যেতে দেব না’ এসব স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার কথা জানান। মানববন্ধনে কুবি শিক্ষার্থী হাসান অন্তর বলেন, রোববার রাতে কুমিল্লায় সুমাইয়া ও...