ঢাকা:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে ক্যাম্পাসজুড়ে ভোটের আমেজ বিরাজ করছে। নির্বাচনের প্রচারণার কোলাহল থেমে গেলেও শিক্ষার্থীদের আড্ডা, হল-করিডোরে এখন শুধু ভোট এবং এর সম্ভাব্য ফলাফল নিয়েই আলোচনা। গত রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচারণা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনের সরব ক্যাম্পাসে এখন কিছুটা ভিন্ন পরিবেশ। ভোটকেন্দ্রিক প্রস্তুতি সর্বত্র। জাতীয় রাজনীতিতে এই নির্বাচনকে আগামীর সংসদ নির্বাচনের একটি রিহার্সাল হিসেবে দেখা হচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন প্রার্থীর জয়-পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রধান নির্বাচন কমিশনার ড. জসীম উদ্দিন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের মনে এখনো প্রশ্ন, ভোটের দিন...