হলিউড অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ‘ইসরায়েল’-এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশটিকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেছেন, এসব কর্মকাণ্ড ‘ইচ্ছাকৃত’। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জোলি জাতিসংঘের হিসাব তুলে ধরে লিখেছেন, গাজায় পাঁচ বছরের নিচে প্রায় ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে আছে। পোস্টের দীর্ঘ ক্যাপশনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে সমালোচনা করেন। জোলি লিখেছেন, “এত নিরীহ প্রাণ ও আমাদের বিশ্বাস করা নীতিগুলো এভাবে উপেক্ষিত হচ্ছে, এটা হৃদয়বিদারক। মানবাধিকারকে বাছাই করে রক্ষা করা হচ্ছে- কিছু জীবনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, আর কিছু জীবনকে ফেলে দেওয়ার মতো মনে করা হচ্ছে।” এসব কিছুই ‘ইচ্ছেকৃত’ দাবি করে জোলি দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে আরো লিখেন,“এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নির্লজ্জ আচরণেরই ফল— যেখানে তারা...