ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। সামাজিক মাধ্যম বন্ধ করা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে সোমবার রাস্তায় নামেজেন জিবা নবীন প্রজন্মের সদস্যরা। কার্ফিউয়ের তোয়াক্কা না করে লাখো তরুণ তরুণী রাস্তায় নেমে আসে। তারা পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে। পুলিশ জলকামান ছোড়ে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়, রবার বুলেট ছোড়ে। বিক্ষোভকারীরা গাছের ডাল, জলের বোতল ছোড়ে, স্লোগান দেয়। কয়েকজন বিক্ষোভকারী পার্লামেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করে। বিক্ষোভকারীরা সংসদ ভবন ঘিরে ফেলে। সরকার পরিস্থিতি সামলাতে সেনা নামায়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। তাতেই অন্তত ১৪ জনবিক্ষোভকারী মারা যান। কর্তৃপক্ষ কাঠমাণ্ডুর আরো এলাকায় কারফিউ জারি করে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে প্রচুর...