নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেন-জি'দের আন্দোলনে হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সারা কাঠমান্ডু জুড়ে ছাত্র-জনতার সঙ্গে আইন শৃংখলাবাহিনীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে সোমবার সকাল থেকে। ফলে আগামীকাল প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশ দলের শেষ অনুশীলনপর্ব বাতিল হয়ে গেছে। দশরথ রঙ্গশালায় আগামীকাল বাংলাদেশ সময় পৌঁনে ছয়টায় নির্ধারিত ম্যাচটি হওয়া নিয়ে জরুরী সভায় বসেছে সরকার ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। সোমবার বেলা ১২টায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজ নিজ দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ও নেপাল দলের কোচ ও খেলোয়াড়রা। যদিও তার আগে থেকেই মিলছিল কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে হাজার হাজার ছাত্র-জনতার জড়ো হওয়ার খবর। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তখন। বাংলাদেশ দলের জন্য দশরথ রঙ্গশালায় অনুশীলনের সময় নির্ধারিত ছিল বেলা তিনটায়। টিম মিটিং সেড়ে দুপুর...