ইসরায়েল অধিকৃত জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে অন্তত ছয়জন নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা মেগান ডেভিড আদম। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সোমবার জেরুজালেমের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহরতলীর রামোত জংশন এলাকায় ঘটনাটি ঘটেছে। পাল্টা গুলিতে দুই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তারা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মেগান ডেভিড আদম গুলিবিদ্ধ চারজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করে। গুলিবিদ্ধ পঞ্চম জনের মৃত্যু হয় জেরুজালেমের শাআরে জেডেক হাসপাতালে আর এর কিছুক্ষণ পর হাদাসাহ মাউন্ট স্কোপাস হাসপাতালে ষষ্ঠজনকে মৃত ঘোর্ষণা করা হয়। চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব এক নারী ও এক পুরুষ এবং ত্রিশোর্ধ্ব তিন পুরুষ রয়েছেন। ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে, বন্দুকধারীরা একটি বাসে উঠে গুলি শুরু করে,...