দলের নিবন্ধন ও প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতির খোঁজ নিতে নির্বাচন কমিশনে (ইসি) আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। ফেব্রুয়ারির নিবার্চনের আগে নিবন্ধিত দলের সঙ্গে সংলাপের স্বার্থে চলতি মাসেই নতুন দলের নিবন্ধনের কাজ শেষ করা হবে বলে এনসিপির প্রতিনিধি দলকে জানিয়েছে ইসি। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে জহিরুল ইসলাম মুসা এসব কথা বলেন। এসময় দলটির যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাসহ তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধিত দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে...