আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। ৩৩ বছর পর এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে চলছে উৎসবমুখর পরিবেশ। প্রচারণার শেষ মুহূর্তে এসে প্রার্থীরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। পোস্টার, লিফলেট বিতরণ থেকে শুরু করে রুম-টু-রুম প্রচারণা- সবখানেই সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ভোটগ্রহণ শুরু হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টায়। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে সন্ধ্যা ৭টায়। শেষ সময়ের প্রচারণায় ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা নিয়েছেন নানান অভিনব কৌশল। কেউ নিজেদের ব্যালটের আদলে লিফলেট ও স্টিকার বিতরণ করছে। ভিপি ও জিএস পদপ্রার্থীদের পাশাপাশি হল সংসদের প্রার্থীরাও শিক্ষার্থীদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়া চলছে অনলাইন এবং...