সামাজিক মাধ্যমের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে নেপালের সরকার। তাদের নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইউটিউবসহ বেশিরভাগ সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর ক্ষোভে ফুঁসে উঠেছে নেপালের ছাত্র-জনতা। দেশটির জেন-জি আন্দোলনকারীরা আজ (সোমবার) কাঠমান্ডুতে সংসদ ভবনে ঢুকে পড়েছে। দেশজুড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জানা যায়, ২০২৩ সালে নেপালের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করে জানিয়েছিল, নেপালে কার্যক্রম চালাতে চাইলে সব নেটওয়ার্ককে নিবন্ধন করতে হবে। প্ল্যাটফর্মগুলোকে ২৮ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য। কিন্তু ৪ সেপ্টেম্বর রাত পর্যন্ত মেটা, অ্যালফাবেট, এক্স, রেডিট ও লিংকডইনের মতো কোনো বড় প্রতিষ্ঠান আবেদন জমা দেয়নি। ফলে ২৬টি প্ল্যাটফর্ম...