বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন সরগরম হয়ে উঠেছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি পদে কে আসতে চলেছেন, সেটিই এখন আলোচনার মূলে রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মাঝে জমে উঠেছে পরোক্ষ কথার লড়াই। এমন অবস্থায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জনিয়েছেন যথাসময়ে নির্বাচনে করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। বিসিবি নির্বাচন যথাসময়ে সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এমনটিই জানিয়েছেন আসিফ মাহমু্দ। তিনি বলেন, ‘বিসিবি নির্বাচন যথাসময়ে করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।’ গত শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ করে বিসিবি। আসন্ন বিসিবি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের...