নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। কার্জন হল কেন্দ্র- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র), অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র)। শারীরিক শিক্ষা কেন্দ্র- জগন্নাথ হল (ইনডোর গেমস রুম), শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ইনস্ট্রুমেন্ট রুম), সলিমুল্লাহ মুসলিম হল (ইনডোর গেমস রুম)। ছাত্র-শিক্ষক কেন্দ্র- রোকেয়া হল (ক্যাফেটেরিয়া, গেমস রুম)। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল (মেঘনা গেমস রুম ও পদ্মা গেমস রুম), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুম)। সিনেট ভবন কেন্দ্র- স্যার এ এফ রহমান হল (সেমিনার রুম),...