আকাশে আমরা চাঁদকে দেখি ভিন্ন ভিন্ন রূপে — কখনো অমাবস্যা, কখনো পূর্ণিমা। কিন্তু খুবই বিরল এক দৃশ্য হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পুরো চাঁদকে আড়াল করে ফেলে। ফলে চাঁদের রূপ বদলে গিয়ে দেখা যায় লালচে আভায় ভাসমান এক অদ্ভুত সৌন্দর্য, যাকে অনেকে বলেন ‘ব্লাড মুন’। গতকাল (৭ সেপ্টেম্বর) বাংলাদেশের মানুষ এমনই এক বিরল চন্দ্রগ্রহণ দেখলো উৎসবের আমেজে। তবে যারা গতকাল মেঘের কারণে বা সঠিক সময়-সুগোযের অভাবে দেখতে পাননি, তারা আবার কবে দেখতে পাবেন এমন দৃশ্য? চন্দ্রগ্রহণ বছরে অন্তত দুইবার হয়, কিন্তু সবসময় তা পূর্ণগ্রাস হয় না। অনেক সময় আংশিক বা শুধু উপচ্ছায়া গ্রহণ দেখা যায়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীর কোথাও না কোথাও গড়ে ২ থেকে ৩ বছরে একবার ঘটে। তবে একই জায়গা থেকে বারবার দেখা...