নিজস্ব প্রতিবেদক : আমাদের জীবনে ছবি এখন আর শুধু স্মৃতি নয়, বরং গুরুত্বপূর্ণ নথিও। জন্মদিনের এক ঝলক, পারিবারিক ভ্রমণ, কিংবা অফিসের দরকারি ডকুমেন্ট—সবই আমরা জমিয়ে রাখি গুগল ফটোসে। কিন্তু হঠাৎ করেই যদি কোনও ছবি ভুল করে ডিলিট হয়ে যায়, তখন বুকের ভেতর একটা শূন্যতা যেন তৈরি হয়। গুগল ফটোস থেকে ছবি ডিলিট করলে তা সঙ্গে সঙ্গে চিরতরে মুছে যায় না। এটি ৬০ দিন পর্যন্ত “Trash” বা “Bin” ফোল্ডারে সংরক্ষিত থাকে। এই সময়ের মধ্যে ছবিটি সহজেই ফিরে পাওয়া যায়: স্টেপ ২: মেনু থেকে “Trash” বা “Bin” অপশন সিলেক্ট করুন ৬০ দিনের বেশি সময় কেটে গেলে ছবিটি স্থায়ীভাবে গুগল সার্ভার থেকে মুছে যায়। তখন সাধারণ উপায়ে আর ফেরত পাওয়া সম্ভব নয়। তবে: কোনো কোনো বিশেষ কেসে গুগল পুনরুদ্ধারে সহায়তা করে থাকে। ছবি...