হোয়াটসঅ্যাপে বন্ধু, প্রিয়জনের সঙ্গে সারাক্ষণ কথা হচ্ছে। পাশাপাশি অফিসের বস কিংবা কলিগদের সঙ্গেও নানান বিষয়ে চ্যাট করছেন। অনেক সময় এমন হয় যে, একসঙ্গে অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে কাকে কি বলে ফেলছেন বুঝতে পারছেন না। তারপর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এবার চ্যাটের ভাষাকে আরও জুতসই করতে হোয়াটসআপে নতুন অন্তুর্ভুক্ত হয়েছে এআই ফিচার। যার নাম ‘রাইটিং হেল্প’। হোয়াটসঅ্যাপ মেটা এআইতেই মিলবে এই সুবিধা। হোয়াটসঅ্যাপে অনেক আগেই যুক্ত হয়েছে এআই। তবে এই ফিচার আরও দারুণ অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে। আপনার লেখা মেসেজকে প্রয়োজনে আরও...