প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ বিশ্বশক্তিগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি গ্রাস করে আসছে। যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে স্থবিরতায়, কূটনীতি খুব কম ফল দিয়েছে, আর পশ্চিমা কৌশলগুলো ক্রমেই অতীতের ভুলের পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে। ভূ-রাজনীতির অন্তরালে কিন্তু আরও গভীর এক বাস্তবতা গড়ে উঠছেÑরাশিয়া ও পশ্চিম এখন সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক শিক্ষার পথে হাঁটছে। অপমান ও বিশ্বাসঘাতকতার কঠিন পরীক্ষায় গড়া রাশিয়া শিক্ষা নিয়ে নিজের কৌশল বদলেছে। আর পশ্চিম আটকে আছে আত্মপ্রবঞ্চনার এক বৃত্তে, যেখানে পুরোনো ভুলগুলো নতুন সাজে বারবার ফিরে আসছে। এই ব্যবধানই বোঝায় কেন মস্কো প্রচ- চাপ সত্ত্বেও টিকে আছে, আর পশ্চিমা বিশ্ব অসীম সম্পদ থাকা সত্ত্বেও অচলাবস্থায় ভাসছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইতিহাসের কঠিন বিদ্যালয়ের ছাত্র। সোভিয়েত ইউনিয়নের পতন, নব্বইয়ের দশকের বিশৃঙ্খলা, এবং ন্যাটো সম্প্রসারণ না করার প্রতিশ্রুতি ভঙ্গÑএসব ক্ষত রাশিয়ার...