রেজাল্ট দেরি হওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি আরবি বিভাগে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে এর আগেও আমরা কথা বলছি। উনিও ছাত্রদের সঙ্গে কথা বলেছেন। আমরা রেজাল্ট নিয়ে কালকে বসব, দিনরাত খেটে হলেও আমরা আশা করছি এ সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেব।আরবি বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষা কমিটির শিক্ষকরা উনারের সঙ্গে কথা বলেছেন, আমিও বলেছি। এ সপ্তাহের মধ্যে রেজাল্ট হয়ে যাবে।তিনি আরও বলেন, গত সপ্তাহে আমরা একাডেমিক মিটিং ছিল, তখন এ বিষয়ে আলোচনা করেছি। এবার থেকে কেউ পরীক্ষা রেজাল্টের নম্বর দিতে দেরি করে তাহলে আমরা তাকে শোকজ করব। দরকার হলে পরীক্ষা কমিটি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাব। রেজাল্টটা হয়ে গেলে আবার এরকম ঘটনা যেন না ঘটে আমরা পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেব।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবি বিভাগের...