নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং ডজনের বেশি আহত হয়েছেন। খবর বিবিসির। হাজার হাজার জেন-জি তরুণ ফেসবুক, এক্স ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমাণ্ডুর সংসদ ভবনের আশপাশে জড়ো হন। তারা এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে ঢুকে পড়েন। নেপালের যোগাযোগমন্ত্রী পৃথ্বি সুব্বা বিবিসিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান লাঠিচার্জ ও রাবার বুলেট ব্যবহার করেছে। সরকার বলেছে, মিথ্যা খবর, ঘৃণাসূচক বক্তব্য ও অনলাইন প্রতারণা ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে নেপালে লাখ লাখ মানুষ ব্যবহার করেন। তারা এগুলো বিনোদন, খবর ও ব্যবসার জন্য ব্যবহার করেন। বিক্ষোভকারীরা পোস্টার হাতে রাস্তায় নেমেছেন। পোস্টারে লেখা, ‘যথেষ্ট হয়েছে’ এবং ‘দুর্নীতির অবসান চাই’। তাদের অনেকে...