পাশে বসে থাকা ভারত খাওয়াজের পিঠ চাপড়ে ম্যাট রস বললেন, “আমরা ওকে বিশেষ রাত উপহার দিতে চাই।“ নেপাল কোচের এমন চাওয়ার কারণ, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ দিয়ে অবসরে যাবেন নেপালের জার্সিতে প্রায় ১৭ বছর খেলা এই ফরোয়ার্ড। তবে প্রতিপক্ষের ওই বিষয় নিয়ে ভাবতেই চান না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দৃঢ় কণ্ঠে তিনি বললেন, খাওয়াজের বিদায়ী ম্যাচের ভাবনা স্রেফ নেপালের। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় মুখোমুখি হবে দুই দল। গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে নেপালকে এ মাঠেই গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচের স্কোয়াডেই ছিলেন না খাওয়াজ। ২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জালে গোল পেয়েছিলেন খাওয়াজ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বুটজোড়া তুলে রাখবেন তিনি। স্বাভাবিকভাবে খাওয়াজের বিদায়ক্ষণ জয়ের রঙে রাঙাতে উন্মুখ নেপাল। আর জামাল মুখিয়ে আছেন, ২০২০...