বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গতকাল রোববার রাতে তুরস্কের বিপক্ষে খেলতে নেমেছিল স্পেন। তুরস্কের তর্কু অ্যারেনাতে একপেশে ম্যাচে ভিনসেনসো মনতেলার শিষ্যদের ৬-০ গোলের লজ্জায় ডুবিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। স্পেনের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন আর্সেনাল তারকা মিকেল মেরিনো। এছাড়া জোড়া গোল করেছেন পেদ্রি। অন্য গোলটি এসেছে ফেরান তোরেসের পা থেকে।গোল না পেলেও মাঠে খেলা ৭৩ মিনিটে দুটি অ্যাসিস্ট করেছেন লামিন ইয়ামাল। তবে ম্যাচ শেষে বার্সার এই বিস্ময় বালক আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। তুরস্কে পাসপোর্ট হারিয়েছেন ইয়ামাল। এতে বেশ বিপাকেই পড়েছেন তিনি। তুরস্কের টেলিভিশন চ্যানেল বেয়াস ফুতবলের খবর এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। বেয়াস ফুতবলের খবর অনুসারে, ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলার বাসে ওঠার সময় ইয়ামাল বুঝতে পারেন, পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না তিনি। বাস থেকে নেমে নিজের লাগেজেও যাচাই করেন। পরবর্তীতে ফিরে যান ড্রেসিংরুমেও।...