আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি–২ শাখার উপসচিব এস. এইচ. এম. মাগফুরুল হাসান আব্বাসীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে জানানো হয়, প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ জন্য আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে হার্ডকপিতে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের...