এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। কাঠমান্ডুতে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র হওয়ার পর আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর অপেক্ষায়। এই ম্যাচের আগে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত অনুশীলন বন্ধ রাখা হয়েছে। বাফুফে থেকে জানানো হয়েছে, নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, নেপালের...