ফ্রান্স আবারও গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে। দেশটির বর্তমান পরিস্থিতি দেখে প্রখ্যাত ফরাসি নেতা ও সাবেক প্রেসিডেন্ট চার্লস ডি গল এর বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায়, ‘২৪৬ ধরনের পনিরের দেশকে কেউ কীভাবে শাসন করতে পারে?’ ৬০ বছরেরও বেশি সময় পরে মনে হচ্ছে, এর উত্তর সম্ভবত ‘কেউই নয়’। এক বছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বেয়রু পদত্যাগ করতে চলেছেন বলে মনে হচ্ছে। তার ভাগ্য এখন পার্লামেন্টে আস্থা ভোটের ওপর নির্ভর করছে। যদি তিনি হেরে যান, তাহলে এটি পঞ্চম প্রজাতন্ত্রের ইতিহাসে একটি নতুন রেকর্ড হবে ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আগের চেয়েও দুর্বল করে দেবে। বেয়রু ৪৪ বিলিয়ন ইউরোর একটি কঠোর সঞ্চয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভোট আহ্বান করেছেন, যার মধ্যে দুটি সরকারি ছুটি বাতিল ও ব্যয় স্থগিত করার প্রস্তাব রয়েছে।...