এছাড়া নিরবচ্ছিন্ন ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে নিয়োজিত দক্ষ টিম এবং স্বয়ংক্রিয় মনিটরিং টুলসেরও প্রশংসা করেন তৈয়্যব। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চিফ জেনারেল ম্যানেজার আনোয়ার মাসুদ এবং গ্রামীণফোনের ডিরেক্টর এবং হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট মো. আব্দুর রায়হান। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় প্রয়োজন বিশ্বমানের অবকাঠামো। নির্ভরযোগ্য, টেকসই ও ভবিষ্যত-উপযোগী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে প্রযুক্তিগতভাবে অগ্রসর বাংলাদেশ গড়ার দূরদৃষ্টিসম্পন্ন ভাবনার প্রতিফলন এই ডেটা সেন্টার।” আব্দুন নাসের খান বলেন, “বেসরকারি খাতের উদ্যোগে অত্যাধুনিক অবকাঠামো নির্মাণের মতো পদক্ষেপকে স্বাগত জানায় সরকার, যা বাংলাদেশকে বৈশ্বিক ডিজিটাল হাবে পরিণত করার স্বপ্ন পূরণে সহায়ক।” গত বছর সিলেটে তাদের প্রথম টিয়ার-থ্রি মানের ডেটা সেন্টারটি উদ্বোধন করে গ্রামীণফোন। এই সুপার কোর...