০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম স্পাইডার ম্যান হিসেবে টম হল্যান্ডের অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পর্দার আড়ালে এই তারকা যে নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তা হয়ত অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে হল্যান্ড অকপটে জানিয়েছেন তার ডিসলেক্সিয়া এবং অ্যাটেনশন-ডেফিসিট/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার নিয়ে সংগ্রামের কথা। কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি আজ হলিউডের অন্যতম সফল অভিনেতা সেই গল্পই তিনি জানিয়েছেন। আইজিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরল রোগটির বিষয়ে টম হল্যান্ড বলেন, ‘আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া আছে। যখন আমাকে একটি নতুন চরিত্রের জন্য খালি ক্যানভাস দেওয়া হয়, তখন আমি কিছুটা ভয় পেয়ে যাই। চরিত্র ফুটিয়ে তোলার সময় এই ধরনের চ্যালেঞ্জ প্রায়ই আসে।’ তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার কৌশল একেবারেই ভিন্ন। তার কথায়, ‘আমি আমার ভেতরের...