নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাণেশ্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমে আসে। পুলিশ ও সেনাবাহিনী বিক্ষোভ দমনে জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধে নেমেছেন। কয়েকজন বিক্ষোভকারী জাতীয় সংসদ ভবনেও ঢুকে পড়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন, রাজপরিবারের প্রধান প্রাসাদ সিংহ দরবার, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসন দপ্তর থেকে ইতোমধ্যে কারফিউ জারি করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে সড়কে নেমে এসেছেন। সরকারের এই...