পুঁজিবাজার ডেস্ক:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ৪৭ কোটি ৫০ লক্ষ ৭৬ হাজার ৯১৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডেরলেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৪০০ কোটি ৮৪ লক্ষ ৪০ হাজার ৫৫০টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮.৫৬ পয়েন্ট কমে ৫৬২৭.৫৯ ডিএস-৩০ মূল্য সূচক ৩.৮৯ পয়েন্ট বেড়ে ২১৯১.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.২৩ পয়েন্ট কমে ১২২৫.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃতকোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রবি এক্সিয়াটা, খান ব্রাদার্স পিপি, এমজেএল বিডি, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, আইপিডিসি, সী পার্ল, তৌফিকা ফুড, ই জেনারেশন, ডমিনেজ স্টিল ও ওরিয়ান ইনফিউশন। দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসআলম কোল্ড রোল্ড, রবি এক্সিয়াটা,...