এশিয়া কাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ, যা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসরের জন্য নতুন দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সাবেক এই প্রধান নির্বাচক আসন্ন এশিয়া কাপে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন।এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে আমন্ত্রণ পেলেও ভিসা জটিলতার কারণে এখনো আরব আমিরাতে যেতে পারেননি নান্নু। আজ ভিসা পেলেই উড়াল দেওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধান নির্বাচকের। এবারের এশিয়া কাপে ৫টি দেশ থেকে থাকছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা৷এবারের এশিয়া কাপে প্রথমবারের মতো খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।গ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান...