মরার ওপর খাঁড়ার ঘা বুঝি একেই বলে! ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে হারের পর শাস্তিও পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। মন্থর ওভার রেটের কারণে দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকার শাস্তির কথা জানায়। বলা হয়, সাউথ্যাম্পটনে রোববারের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে তারা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে ইংল্যান্ডের ৪১৪ রানের জবাবে স্রেফ ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই সংস্করণে যা তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আর...