ভূ-রাজনৈতিক টানাপড়েন আরও তীব্র হচ্ছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে উপকূলবর্তী ৪টি প্রদেশ এবং একটি দ্বীপে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। খবর ব্লুমবার্গের।রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক ভিডিও বার্তায় জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সব ধরনের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জুলিয়া, ফালকন, নুয়েভা এসপার্তা, সুক্রে এবং ডেলটা আমাকুরো অঞ্চলে।প্রতিরক্ষামন্ত্রী লোপেজ জানান, তিনি নিজেই একটি বাংকার থেকে এ নির্দেশ কার্যকরের তদারকি করছেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের সেনারা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। দেশের আকাশসীমা, উপকূল ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষায় কেউ কোনো ফাঁক রাখবে না।’এদিকে গত আগস্টে যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৩টি যুদ্ধজাহাজ এবং...