নেপালের জেনারেশন জেড তথা জেন-জি তরুণেরা আজ সোমবার সকাল থেকে দুর্নীতি আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। তরুণদের এই আন্দোলনে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন খ্যাতনামা শিল্পী ও বিনোদন জগতের তারকারা। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ ও হরিবংশ আচার্য নিজেদের ফেসবুক পোস্টে প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। হরিবংশ আচার্য সম্প্রতি তৈরি হওয়া একটি সড়কের নাজুক অবস্থা তুলে ধরে লেখেন, ‘প্রতিদিন ভাবতাম, কীভাবে এই সড়ক এত দ্রুত নষ্ট হলো? আমি প্রতিদিন এই পথে হাঁটতাম, কিন্তু শুধু ভাবতাম। অথচ, আজকের তরুণেরা শুধু ভাবেই না, প্রশ্ন তোলে। কেন এটি ভেঙে পড়ল? কীভাবে হলো? কে দায়ী? এই তো একটির উদাহরণ। এই প্রজন্ম যে প্রশ্ন তুলছে, তা গোটা ব্যবস্থার বিরুদ্ধে নয়, বরং নেতৃত্বে থাকা ব্যক্তি ও কর্মকর্তাদের কাজের জবাবদিহির...