নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ইসরাইল। জিম্মিদের মুক্তি ও আত্মসমর্পণের দাবি না মানলে গাজায় ‘হারিকেনের মতো হামলা’ চালানোর হুমকি দিয়েছে তেলআবিব। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ এই বার্তা দেন সোমবার (৮ সেপ্টেম্বর)। এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী কার্টজ লেখেন,“আজ গাজা শহরের আকাশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানবে এবং সন্ত্রাসী টাওয়ারগুলোর ছাদ কেঁপে উঠবে।” তিনি আরও বলেন,“গাজা এবং বিদেশের বিলাসবহুল হোটেলগুলোতে অবস্থান করা হামাসের খুনি ও ধর্ষকদের জন্য এটি শেষ সতর্কবার্তা। জিম্মিদের মুক্তি দাও, অস্ত্র জমা দাও। না হলে গাজা ধ্বংস হয়ে যাবে, এবং তোমাদের ধ্বংস করে দেওয়া হবে।” একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, হামাসকে যুদ্ধবিরতির প্রথম দিনেই বাকি ৪৮ জন জীবিত ও মৃত জিম্মিকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো...