প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে প্রায় সমানে সমান লড়েছে বাংলাদেশ। লড়াই বলতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। তবে নিজেরা প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেলেও সফল হতে পারেনি। মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে শেষ ম্যাচটিতে আগের ভুল শুধরে গোল পেতে চান জামাল ভূঁইয়ারা। সোমবার সংবাদ সম্মেলনে জামাল আগের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে জানালেন,‘আমাদের জন্য একটি ভালো ম্যাচ ছিল। প্রায় ৫০-৫০ ম্যাচ। দুটো দলই কিছু ভালো সুযোগ পেয়েছিল। হ্যাঁ, আমাদের জন্য এটি ভালো ম্যাচ ছিল, তবে আমরা আগামীকাল নিয়ে ভাবছি এবং আমি মনে করি আগামীকাল একটি ভালো ম্যাচ খেলবো।’ হামজা-শমিতরা নেই। নেই মোরসালিনসহ অন্যরাও। নিয়মিতদের অনেকে নেই দেখে সেটা নিয়ে উদ্বিগ্ন নন অধিনায়ক জামাল। তার পরিষ্কার কথা,‘একজন ফুটবলার হিসেবে যখন মাঠে নামি, তখন অন্য খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে ভাবি না। শুধু আমার সতীর্থদের নিয়েই ভাবি। মাঠে...