ছদ্ম বেকারত্ব এখন মহামারি পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘‘তরুণ সমাজের হতাশা এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে।’’ সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উল্টো পথে হাঁটছে। পূর্ববর্তী সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। পরিসংখ্যানের প্রতি গুরুত্ব হারিয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেছে, প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার বেড়েছে। অর্থাৎ আমরা বাস্তবে অগ্রসর হচ্ছি না।” তিনি আরও বলেন, “সবার মধ্যে আত্মতুষ্টি ভর করেছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় কাজ হচ্ছে না। আগের তুলনায় অর্থনীতির গতি অনেক কমে গেছে। এখন সময় এসেছে উন্নয়নের নতুন...