শারজাহতে আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাকিস্তান দলের দুই তারকা ক্রিকেটার। অধিনায়ক সালমান আলি আগা ঘোষণা দিয়েছেন, তিনি ও পেসার শাহিন শাহ আফ্রিদি এই সিরিজ থেকে প্রাপ্ত অর্থ দান করবেন বন্যাদুর্গতদের সহায়তায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সালমান লিখেছেন, ‘এখন আমাদের দেশ কঠিন সময় পার করছে। আমি ও শাহিন আফ্রিদি ত্রিদেশীয় সিরিজের আয়ের পুরোটা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দান করব। আমাদের তারকাদেরও আহ্বান জানাই বন্যাদুর্গতদের পুনর্গঠনে সাহায্য করুন। ’ দেশজুড়ে ভয়াবহ বন্যায় এক অশান্ত সময় পার করছে পাকিস্তান। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় প্রাণ গেছে ৯০০ জনেরও বেশি মানুষের। পাঞ্জাবের অন্তত ১ হাজার ৪০০ গ্রাম প্লাবিত হয়েছে, গৃহহীন হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। এই কঠিন সময়ে পাকিস্তান...