বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান তার অভিনয় জীবনের ২৫ বছর পার করে ২৬-এ পদার্পণ করেছেন। এই দীর্ঘ পথচলায় তিনি তার ক্যারিয়ারকে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; পেয়েছেন কিং খান, নাম্বার ওয়ান, সুপারস্টার থেকে মেগাস্টার উপাধি। সেই সঙ্গে প্রায় দুই দশক ধরে বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলে থাকেন, দেশের ম্যাস অডিয়ান্স এখনও সিনেমা হলে ভিড় জমায় শাকিবের সিনেমা মুক্তি পেলে। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, শাকিবের দাপট এখন দেশের সিঙ্গেলের পাশাপাশি সিনেপ্লেক্সেও। দীর্ঘ ক্যারিয়ারে শাকিবের অর্জন ও শ্রম কম নয়। এ কারণে গেলো মে-তে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তাকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবার দেশের শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার থেকেও ‘ব্লেন্ডার চয়েজ ডেইলি স্টার ওটিটি এন্ড কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর...