কাজ কিংবা বিনোদনের মাঝখানে সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলোর একটি হলো ধীরগতির কম্পিউটার। দিনভর ব্রাউজিং, স্ট্রিমিং বা একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারের পর এমনটা প্রায় সবার সঙ্গেই ঘটে। হঠাৎ করেই কম্পিউটারের ফ্যান অবিরাম ঘুরতে থাকে, অ্যাপ্লিকেশনগুলো বারবার ফ্রিজ বা ক্র্যাশ করে, এমনকি ওয়েবসাইট লোড হতে বা ডকুমেন্ট সেভ হতেও অস্বাভাবিক সময় নেয়। অনেকেই প্রশ্ন করেন “আমার কম্পিউটার এত স্লো কেন?” আর এর উত্তর ও সমাধান আসলে খুব দূরে নয়। প্রযুক্তি সাইট ‘হাও স্টাফ ওয়ার্কস’ লিখেছে, কিছু কারণ রয়েছে যেগুলোয় খেয়াল রাখলে কম্পিউটার ধীর হওয়া থেকে কিছুটা রক্ষা করা সম্ভব। এগুলো হলো- টেক বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যবহারকারীরা বলছেন ধীরগতির প্রধান কারণগুলোর একটি হলো র্যাম বা র্যান্ডম অ্যাকসেস মেমোরি কমে যাওয়া। র্যাম হলো কম্পিউটারের অস্থায়ী মেমোরি যেখানে প্রসেসর দ্রুত ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফাইল জমা রাখে।...