সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে নেপালিরা। আজ সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভ রুখতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে এরই মধ্যে ৮ জন নিহত হয়েছে বলে দেশটির দুটি হাসপাতালের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিমালায়ান পোস্ট। হিমালায়ান পোস্ট বলছে, সোমবার কাঠমান্ডুর নিউ বানেশ্বরে চলমান বিক্ষোভে অন্তত আটজন ‘জেন জি’ বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তাদের মধ্যে পাঁচজন ট্রমা সেন্টারে, দুজন সিভিল হাসপাতালে এবং একজন সিনামঙ্গলের কাঠমান্ডু মেডিকেল কলেজে মারা গেছে। কিছু ভুক্তভোগীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ছাড়া শত শত বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী আহত হয়েছে এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে,...