জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত গুরুতর আহত হয়েছে সাতজন। স্থানীয় প্যারামেডিক ও পুলিশের বরাতে এ খবর দিয়েছে বিবিসি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেমের উত্তর শহরতলীতে রামত জংশনে একটি বাসস্টপে দুজন ‘সন্ত্রাসী’ গুলি করতে শুরু করে। একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক একজন পাল্টা গুলি করে তাদের দমন করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা গেছে, যারা নিহত হয়েছে তাদের মধ্যে ৩০ বছর বয়সী তিন তরুণ, ৫০ বছর বয়সী এক পুরুষ ও ৫০ বছর বয়সী এক নারী রয়েছেন। কোনো গোষ্ঠী থেকে এখনো এ হামলার দায়দায়িত্ব স্বীকার করা হয়নি, যদিও হামাস এ হামলার প্রশংসা করেছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায়...