কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনের বাইরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ। ছবি: ইন্টারনেট নেপালের রাজধানী কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহিংস সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। প্রতিবাদকারীরা সরকারের দুর্নীতি এবং কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা কারফিউ ভেঙে পার্লামেন্টের কাছে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। খবর এনডিটিভির।আরো পড়ুন:আঞ্চলিক অর্থনীতি ও নেপালের সঙ্গে জলবিদ্যুৎ সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টারনেপালিরা কী কী খায় আঞ্চলিক অর্থনীতি ও নেপালের সঙ্গে জলবিদ্যুৎ সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা সোমবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুতে বিক্ষোভ করেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে...