২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে নেপাল সরকার। এ তালিকায় আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় প্ল্যাটফর্মসমূহ। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ করতে নেপাল সরকার প্রণীত নতুন আইনে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কাঠমান্ডু। নেপাল সরকার বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভুয়া আইডি ব্যবহার করে ব্যবহারকারীদের কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘৃণা, গুজব ও অপতথ্য ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমের এই অপব্যবহার ঠেকাতেই নতুন আইন প্রণয়ন করেছে সরকার, যার অধীনে প্ল্যাটফর্মগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নেপালে সক্রিয় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে বুধবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে নিবন্ধন করার নির্দেশ দিয়েছিল সরকার। নির্দেশে এও উল্লেখ আছে যে, প্রতিষ্ঠানগুলোকে একজন স্থানীয় যোগাযোগ প্রতিনিধি, একজন অভিযোগ ব্যবস্থাপক এবং স্ব-নিয়ন্ত্রণের...