ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবানা। মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন। নির্দিষ্ট কাজ সেরে ফিরে যান। দীর্ঘ পাঁচ বছর পর আবারও দেশে ফিরেছেন তিনি। হঠাৎ কেন দেশে ফিরলেন এই কিংবদন্তি, সেই কৌতূহল সিনেমাপাড়ায়। দেশে ফেরার কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও জানা গেছে, ঢাকার বারিধারা ডিওএইচএসের নিজের বাড়িতে উঠেছেন শাবানা। নিভৃতে সময় কাটাচ্ছেন তিনি। এ সময়ে চলচ্চিত্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন না শাবানা। পুরনো মোবাইল নম্বরও বন্ধ রেখেছেন। শাবানার স্বামী ওয়াহিদ সাদিক আগে জানিয়েছিলেন, শাবানা সুযোগ পেলে আবার সিনেমায় কাজ করবেন। অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনায়ও ফিরতে চান। দীর্ঘ সময় পর দেশে ফিরে এবার কী সেই পরিকল্পনা করছেন তিনি? সেটাই এখন দেখার বিষয়। তবে এই নায়িকার বেশ কিছু ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত...