এক পর্যায়ে হঠাৎ থমকে দাঁড়াতে হয়। চোখের সামনে যা দেখলাম, তাতে সত্যি বিস্মিত না হয়ে পারলাম না। চারদিকে যত দূর চোখ যায়, শুধু দেশি-বিদেশি নানান জাতের রঙিন পাখি, ডাকাডাকি, নড়াচড়া, উড়াউড়ি-সব মিলিয়ে অন্য রকম জগৎ। একসঙ্গে এত পাখি আগে কখনো দেখি নাই। চারদিকের গাড়ির হর্ন, মানুষের কোলাহল, হাটবাজারের শব্দের মাঝেও পাখিদের সেই সুরেলা ডাক ছিল এক অন্যরকম প্রশান্তির উৎস। মনে হচ্ছিল, ব্যস্ত শহরের কোলাহলের মাঝে একখণ্ড শান্তির দ্বীপে দাঁড়িয়ে আছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন-আমি বলছি এক বিশেষ জায়গার কথা, পাখিপ্রেমীদের প্রিয় এক গন্তব্যের কথা। হ্যাঁ, এটি কোনো সাধারণ বাজার নয়, এটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর ১ নম্বরে অবস্থিত দেশের সবচেয়ে বড় পাখির হাট। প্রতি শুক্রবার জমে ওঠে এই হাট। শাহ্ আলী স্কুলের সামনের সড়ক থেকে শুরু হয়ে প্রায় দেড় কিলোমিটার...