ফিফা বিশ্বকাপ-২০২৬ এর বাছাইপর্বে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার ভোর) বলিভিয়ার এল আল্টো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার মিটার উঁচুতে অবস্থিত এই মাঠ প্রতিপক্ষের কাছে সবসময়ই কঠিন পরীক্ষার নাম। এমন চ্যালেঞ্জ সামনে রেখে অনুশীলনে দল নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করছেন ব্রাজিল দলের হেডমাস্টার কার্লো আনচেলত্তি। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্ডার ফ্যাব্রিসিও ব্রুনো, আলেক্সসান্দ্রো ও মিডফিল্ডার লুকাস পাকেতা পুরো সময় ধরে অনুশীলন করেছেন। এর মানে, বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে তাদেরকে। পাকেতা চিলির বিপক্ষে বদলি নামার পর গোল করেছিলেন, এবার তাই শুরু থেকেই খেলানোর সম্ভাবনা বেশি। এদিকে মিডফিল্ডে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ আনচেলত্তি। অভিজ্ঞ কাসেমিরোর পরিবর্তে তরুণ আন্দ্রে সান্তোসকে খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে আক্রমণভাগ ও রক্ষণভাগের চূড়ান্ত লাইনআপ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আক্রমণভাগে রিচার্লিসন ফিরে...