সরকারের দুর্নীতি বন্ধ ও সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবীতে পুরো নেপালজুড়ে শুরু হয়ে ছাত্র-জনতার আন্দোলন। রাজধানী নেপালের পরিস্থিতি ক্রমেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে চাচ্ছে। কাঠমান্ডুর বিভিন্ন রাজপথে হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হচ্ছে। এতে বিপাকে পড়েছে কাঠমান্ডুতে অবস্থান করা বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু আসা দলের আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলার কথা স্বাগতিক নেপালের বিপক্ষে। সেই ম্যচের শেষ প্রস্তুতি শুরু কথা ছিল বেলা ৩টায়। তবে দশরথ রঙ্গশালায় প্র্যাকটিস সেশনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতে পারেনি দল। আদৌ বের হতে পারবে কীনা বোঝা যাচ্ছে না। কাঠমান্ডুর বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কারফিউ জারি করেছে সরকার। এখন পর্যন্ত ১৩ জন আবারোধকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষমতাশীন দলের বিরুদ্ধে ব্যপক...