রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেফতার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আসামিকে আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খান মামলার ঘটনাস্থলে (‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠক) উপস্থিত থেকে ঘটনার সঙ্গে জড়িত আছে বলে জানা গেছে। মামলাটি তদন্তাধীন। এ অবস্থায় মামলাটি সুষ্ঠ তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং নাম-ঠিকানা যাচাই না হওয়ায় পর্যন্ত আসামিকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন। এর আগে সোমবার রাজধানী ইস্কাটন এলাকা থেকে শহীদ খানকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার অভিযোগে বলা...