০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে প্রজেকশন মিটিংয়ের আবেদন না করেই হল প্রশাসনের প্রতি মিথ্যা অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। বোরবার (৭ সেপ্টেম্বর) নিজস্ব ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে হল প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন শামীম হোসেন। তবে খোঁজ নিয়ে জানা যায়, হল প্রশাসনে প্রজেকশন মিটিংয়ের জন্য তাদের পক্ষ থেকে কোনো আবেদনই জমা পড়েনি। শামীম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেন, মৈত্রী হলে আমরা আবেদন করেও হল থেকে অনুমোদন পাইনি। ফলে যেতে পারিনি। আপুদের কাছে ক্ষমাপ্রার্থী। এ সময় ৫ সেপ্টেম্বরের তারিখ সংবলিত কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্রের ছবি যুক্ত করেন তিনি। তবে হল প্রশাসন অফিসে...