স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন , ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি করতে তার সরকার ইসরাইলগামী জাহাজ এবং অস্ত্র বহনকারী বিমান আর স্পেনীয় বন্দর ব্যবহার করতে পারবে না। এবং দেশটির আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনে চলমান সংকটের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এক টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, “আমরা আশা করি এই পদক্ষেপগুলো ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে, যাতে ফিলিস্তিনি জনগণের ওপর যে দুর্ভোগ চলছে, তা কিছুটা হলেও লাঘব হয়।”স্পেন সরকার আরও জানিয়েছে, তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতিতে তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী সংস্থাগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়াবে।সানচেজ বলেন, যারা ফিলিস্তিনে “গণহত্যায়” সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের স্পেনে...